আর্জেন্টিনার পরবর্তী তিন চ্যালেঞ্জ

ফাইনাল জয়ের পরপরই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পল বলেছিলেন, 'ফুটবলের কোন স্মৃতি নেই এবং আমাদের আরও এগিয়ে যেতে হবে।' পুরনো সাফল্যে যে থেমে থাকার উপায় নেই তা ভালো করেই উপলব্ধি করেছেন। এবার যুক্তরাষ্ট্রে শিরোপা ধরে রাখার মিশনে যে কঠিন চ্যালেঞ্জেই পড়তে হয়েছে তাদের।

টানা দুটি কোপা আমেরিকার ট্রফি জয়ে উদযাপন অব্যাহত রেখেছে আর্জেন্টিনা। পুরো দেশ এখন উল্লাসে মশগুল। কিন্তু এই উদযাপনগুলো কেটে যাবে একসময়। আরও কিছু করার জন্য পৃষ্ঠা উল্টানোর সময় হবে। কারণ এই বিশ্বচ্যাম্পিয়ন স্কোয়াড যে উচ্চাকাঙ্ক্ষা এবং গৌরবের ক্ষুধা যে আরও বাড়িয়ে দিয়েছে। সামনে রয়েছে আরও অনেক চ্যালেঞ্জ।

দেখে নেওয়া যাক সহসাই যে তিনটি চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে আর্জেন্টিনা দল-

বিশ্বকাপ বাছাই পর্ব, জাতীয় দলের প্রতিযোগীতা বজায় রাখার মূল চাবিকাঠি

২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে বেশ দারুণ অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। ছয় রাউন্ড খেলা শেষে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। শীর্ষে রয়েছে তারা। এবার ১০ দলের এই বাছাই পর্বে ছয়টি দল সরাসরি খেলবে বিশ্বকাপে। সাত নম্বর দলেরও প্লেঅফ খেলে বিশ্বকাপ যাওয়ার রয়েছে সুযোগ। তাই বিশ্বকাপে জায়গা করে নেওয়া কঠিন হবে না তাদের জন্য।

২০২৪ সালের বাকি সময়গুলো এবং ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বিরতিতে বাছাই পর্বের ম্যাচই খেলবে আর্জেন্টিনা। তাই লাতিন দলগুলোর বাইরে কোনো দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার সুযোগও থাকছে না। আলবিসেলেস্তেদের জন্য এই সময়ে মূল চ্যালেঞ্জটা নিজেদের ছন্দ ধরে রাখার।

ফিনালিসিমা, বিশেষ স্বাদে আরও একটি শিরোপা

কোপা আমেরিকার ফাইনাল জিতে আরও একটি মেজর ট্রফি জয়ের দরজা খুলে দিয়েছে। আরেকটি শিরোপা রক্ষার আগামী বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। যদিও এখনও কোনো দিনক্ষণ নির্ধারিত হয়নি। গত বিশ্বকাপের আগে ওয়েম্বলিতে ইতালির বিপক্ষে জিতে বর্তমান শিরোপাধারী আলবিসেলেস্তেরাই।

সিনিয়র খেলোয়াড়দের বিকল্প খুঁজে বের করা

আনহেল দি মারিয়াকে ছাড়া বর্তমান আর্জেন্টিনা দল এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেনি। এবার কোপা ছাড়া আগের তিনটি ফাইনালে তো গোলও দিয়েছেন তিনি। সেই খেলোয়াড় এবার বুট জোড়া খুলে রেখেছেন। তার বিকল্প খুঁজে বের করতে হবে লিওনেল স্কালোনিকে। এছাড়া অধিনায়ক লিওনেল মেসিও ক্যারিয়ারের প্রায় শেষ প্রান্তে।

দি মারিয়ার সঙ্গে আরেক সিনিয়র ফুটবলার নিকোলাস ওতামেন্দিও নিজের ভবিষ্যতের কথা জানিয়ে দিয়েছেন। প্যারিস অলিম্পিকেই শেষ তার। যদিও এবার কোপায় তার জায়গায় শুরু করে দুর্দান্ত খেলেছেন লিসান্দ্রো মার্তিনেজ। তবে আরও কয়েকজন খেলোয়াড়ের বিদায়ের সময় খুব কাছেই। ৩৭ বছর বয়সী ফ্রাঙ্কো আরমানি এবং ৩৩ বছর বয়সী জার্মান পেজেলা রয়েছেন এই তালিকায়।

Comments

The Daily Star  | English

‘No room for politics under AL name, ideology’

Nahid Islam, adviser to the interim government, spoke with The Daily Star on the nation's key challenges and the way forward.

13h ago