ময়মনসিংহে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
সারা দেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও সরকারি চাকরিতে কোটা সমস্যার যৌক্তিক সমাধানের দাবিতে ময়মনসিংহ শহরে বিক্ষোভ করেছেন জেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে তারা শহরের টাউন হল মোড় এলাকায় সড়ক অবরোধ করেন। এরপর তারা মিছিল নিয়ে শহরের কয়েকটি এলাকা প্রদক্ষিণ করেন।
পরে দুপুর ১টার দিকে তারা শহরের গাঙ্গিনারপাড় মোড়ে সমাবেশ করে বিক্ষোভের সাময়িক বিরতি ও পরে দুপুর ৩টায় আবার জড়ো হওয়ার ঘোষণা দেন।
সংশ্লিষ্টরা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, গতকাল সোমবার অনলাইনে প্রচারণা চালানোয় আজ সাধারণ শিক্ষার্থীরা টাউন হল মোড়ে হন। তারা ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও কোটার বিরুদ্ধে স্লোগান দেন।
বিক্ষোভ-সমাবেশে নেতৃত্ব দেন ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি গোকুল সূত্রধর মানিক। সেসময় সেখানে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিল।
শিক্ষার্থীদের অবরোধের কারণে শহরের কয়েকটি রাস্তায় যান চলাচল বন্ধ থাকে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক আনোয়ার হোসেন ডেইলি স্টারকে বলেন, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন আছে।'
Comments