কুষ্টিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ
সারাদেশে কোটাবিরোধী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কুষ্টিয়ার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরের গুরুত্বপূর্ণ পাঁচ রাস্তার মোড় এলাকায় অবস্থান নিয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে কয়েক শ শিক্ষার্থী এই এলাকায় জড়ো হন।
এরপর তারা মজমপুর গেটের দিকে এগিয়ে যান।
সংশ্লিষ্টরা দ্য ডেইলি স্টারকে বলেন, মজমপুর গেটে তারা বড় জমায়েত করবেন।
সেখানে সংঘাতের আশঙ্কা আছে বলেও কয়েকজন মন্তব্য করেছেন।
Comments