চবি শাটল ট্রেন বন্ধ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেন বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, সহিংসতা এড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চবির প্রক্টর মো. এনামুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'ক্যাম্পাসে ছাত্রলীগ ও কোটা সংস্কার আন্দোলনকারীরা একই সময়ে কর্মসূচি ঘোষণা করেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সহিংসতা এড়াতে চবি কর্তৃপক্ষ আজ শাটল ট্রেন বন্ধ রাখতে রেল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে।'
কোটা সংস্কার আন্দোলনকারী একাধিক শিক্ষার্থী জানান, আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়গামী কোনো শাটল ট্রেন চলাচল করেনি। শিক্ষার্থীদের আন্দোলনকে বাধাগ্রাস্ত করতে চবি প্রশাসন শাটল ট্রেন বন্ধ রেখেছে।
উল্লেখ্য, আজ দুপুর সাড়ে তিনটায় নগরের ষোলশহর রেল স্টেশনে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিল। এর আগে দুপুর দুইটা থেকে চবি রেল স্টেশনে সমবেত হওয়ার কর্মসূচি ছিল তাদের।
Comments