ঝিনাইদহে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৫

ঝিনাইদহে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় ৫ জন আহত হয়েছেন। ছবি: স্টার

ঝিনাইদহে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালায় বলে জানিয়েছে শিক্ষার্থীরা। ছবি: স্টার

তাৎক্ষণিকভাবে আহতদের নাম, পরিচয় জানা যায়নি।

ঝিনাইদহ শহরে উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা। ছবি: স্টার

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, কোটা সংস্কার আন্দোলন ও গতকাল ছাত্রলীগের হামলার প্রতিবাদের অংশ হিসেবে সকালে বিক্ষোভ মিছিল করার জন্য শহরের উজির আলী স্কুল মাঠে জড়ো হয় শিক্ষার্থীরা। সেসময় শহরের পায়রা চত্বর এলাকা থেকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানের নেতৃত্বে একটি মিছিল লাঠি-পাইপ ও রড নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালায়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, হামলাকারীরা লাঠি ও রড দিয়ে শিক্ষার্থীদের মারধর করে ব্যানার কেড়ে নেয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ছাত্রলীগ সেখান থেকে মিছিল নিয়ে ফিরে যায়।

ঝিনাইদহ শহরে উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা। ছবি: স্টার

তারা জানান, হামলায় অন্তত ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

ঘটনার পর থেকে এলাকার থমথমে অবস্থা বিরাজ করছে।

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানের কাছে জানতে চাইলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখনো অভিযানের মধ্যে আছি। পরে কথা বলব।'

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।   

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

1h ago