শাবিপ্রবিতে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ।
গতরাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, দুই পক্ষের সংঘর্ষ হয়েছে তবে কেউ আহত হয়েছেন কী না তা নিশ্চিত নয়।
বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব জানান, 'কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিলের সামনের অংশে কয়েকশ ছাত্রী ছিলেন। বিপরীত দিক থেকে আসা ছাত্রলীগের মিছিল সামনে থেকে বাধা দেয়, তারপর ছাত্রীদের ওপর হামলা চালায়। তখন মিছিলের পেছনে থাকা ছাত্ররা সামনে এলে তারাও হামলার শিকার হন।'
আহতদের মধ্যে আসাদুল্লাহ আল গালিব, ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির ও গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাফিজুল ইসলাম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান বলেন, 'হামলার কোনো ঘটনা ঘটেনি। বরং আমরা সড়কের পাশে সরে গিয়ে তাদের মিছিলকে সামনে যেতে দিয়েছি। রাজনৈতিক উদ্দেশ্যে তারা এ অভিযোগ করছে।'
এ ব্যাপারে শাবিপ্রবির প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, 'রাতে মিছিল নিয়ে দুইপক্ষ মুখোমুখি হলে সামান্য সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জেনেছি। তবে কোনো শিক্ষার্থী আহত হয়েছেন কি না তা জানা নেই। আমরা বিষয়টি দেখছি। তবে ক্যাম্পাসে এখন শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে।'
Comments