চোট নিয়ে মাঠ ছেড়ে কান্নায় ভাসলেন মেসি
ভাগ্য নির্ধারিত হয়েছিল ৩৬তম মিনিটেই। কলম্বিয়ান ডিফেন্ডার সান্তিয়াগো আরিয়াসের বিপজ্জনক ট্যাকেলে ডান পায়ে আঘাত পান লিওনেল মেসি। যে পায়ে দীর্ঘদিন থেকে ইনজুরি বয়ে বেড়াচ্ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। আর দ্বিতীয়ার্ধে পিছলে পড়লে তো মাঠই ছাড়তে হয় তাকে। মাঠ ছেড়ে অঝোরে কাঁদলেন রেকর্ড আটবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার সকালে কোপা আমেরিকার ফাইনালে শিরোপা ধরে রাখার মিশনে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। এই ফাইনাল ম্যাচ দিয়ে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের এই আসরে সবমিলিয়ে রেকর্ড পাঁচটি ফাইনাল খেলছেন মেসি। তবে রেকর্ডময় এই ফাইনালে পুরো ম্যাচ খেলা হলো না তার।
সান্তিয়াগো আরিয়াসের সেই আঘাতে প্রাথমিক শুশ্রূষা শেষে মাঠে থাকলেও বারবার পা মালিশ করতে দেখা গিয়েছে মেসিকে। কোনো কার্ড দেখানো তো দূর, ফাউলও ধরা হয়নি। এরপর কিছু মন্থরও হয়ে গিয়েছিলেন। তবে ৬৩তম মিনিটে একটি বল দখলে নিতে গিয়ে পিছলে পড়ে যান। রেফারি বাঁশি বাজালে তৎক্ষণাৎ চিকিৎসকরা মাঠে ঢুকে বদলের ইশারা দেন। তাতে চোট যে কিছুটা হলেও গুরুতর তা স্পষ্ট।
শিরোপা ধরে রাখার মিশনে তাই বড়সড় ধাক্কাই আর্জেন্টিনার জন্য। তার পরিবর্তে মাঠে নামেন নিকোলাস গঞ্জালেস। আর আর্মব্যান্ড তুলে দেওয়া হয় আনহেল ডি মারিয়ার হাতে। এরপর সাইডবেঞ্চে বসেই এরপর কান্নায় ভেঙে পড়েন তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা এই ফুটবলার।
Comments