কোপা আমেরিকার ফাইনালে মেসির নতুন ইতিহাস

আরও একটি ফাইনালে মাঠে নামলেন লিওনেল মেসি। তাতে হলো আরও একটি অনন্য এক রেকর্ড। কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ফাইনাল ম্যাচ খেলা খেলোয়াড় এখন আর্জেন্টাইন অধিনায়ক। পেছনে ফেলে দেন সাবেক সতীর্থ হ্যাভিয়ের মাসচেরানোকে।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার সকালে কোপা আমেরিকার ফাইনালে শিরোপা ধরে রাখার মিশনে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। এই ফাইনাল ম্যাচ দিয়ে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের এই আসরে সবমিলিয়ে পাঁচটি ফাইনাল খেলছেন মেসি।    

ব্রাজিলে অনুষ্ঠিত কোপা আমেরিকার গত আসরের ফাইনাল খেলেই ছুঁয়েছেন সাবেক সতীর্থ হ্যাভিয়ের মাসচেরানোকে। আর্জেন্টিনার জার্সি গায়ে ২০০৪, ২০০৭, ২০১৫ ও ২০১৬ সালের কোপার ফাইনাল খেলে এই রেকর্ড গড়েছিলেন তিনি। এবার ফাইনালে মাঠে নেমে সেই রেকর্ড ভাঙলেন মেসি।

সাদা-আকাশী নীল জার্সিতে সর্ব প্রথম ২০০৭ সালের ফাইনালের মাঠে নেমেছিলেন মেসি। সেই ফাইনালে ব্রাজিলের কাছে হারে তার দল। এরপর খেলেন ২০১৫ ও ২০১৬ সালের ফাইনাল। দুটি কোপাতেই ফাইনালে তারা হারে চিলির কাছে। এরপর ২০২১ সালের ফাইনালে ব্রাজিলকে হারিয়ে প্রথমবার আন্তর্জাতিক শিরোপায় চুমু খান লা পুলগা।

তবে সব আসর মিলিয়ে টানা তিনটি মেজর টুর্নামেন্টের ফাইনাল খেলছেন মেসি। কোপা আমেরিকার গত আসরের ফাইনাল খেলার পর কাতারে ২০২২ বিশ্বকাপ ফাইনালের ম্যাচ খেলেন রেকর্ড আটবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা। এদিনের ফাইনাল জিতলে নতুন ইতিহাস গড়বে তার দল আর্জেন্টিনা। প্রথম লাতিন দল হিসেবে টানা তিনটি মেজর শিরোপার স্বাদ পাবে দলটি।

Comments

The Daily Star  | English

3,930 candidates for 44th BCS to face fresh viva: PSC

The oral interviews of these candidates were conducted up until July 18 after a total of 11,732 examinees passed the 44th BCS written tests

1h ago