দর্শক হাঙ্গামায় তিন দফা পিছিয়ে গেল আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল

ফাইনাল শুরুর আগেই তৈরি হলো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি।
ছবি: এএফপি

২০২৪ কোপা আমেরিকার ফাইনাল শুরুর আগেই তৈরি হলো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। দর্শকদের হাঙ্গামায় তিন দফা পিছিয়ে গেল আর্জেন্টিনা-কলম্বিয়ার মধ্যকার ফাইনাল। বাংলাদেশ সময় অনুসারে, ১ ঘণ্টা ১৫ মিনিট মিনিট পিছিয়ে খেলা শুরু হবে সোমবার সকাল ৭টা ১৫ মিনিটে।

পূর্বনির্ধারিত সূচিতে, মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ফাইনাল মাঠে গড়ানোর কথা ছিল সকাল ৬টায়। আমেরিকান গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এর এক ঘণ্টা আগে থেকে টিকিট ছাড়াই অনেক দর্শক নিরাপত্তাবেষ্টনী ভেঙে স্টেডিয়ামের গেট টপকে ভেতরে ঢুকতে চেষ্টা করেন। তাদের বেশিরভাগই ছিলেন কলম্বিয়ান জার্সি পরিহিত।

দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা বাধা দিতে গেলে অনুপ্রবেশকারী ওই দর্শকদের সঙ্গে গোলমাল বেঁধে যায় তাদের। এতে তৈরি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতির। স্থানীয় পুলিশ বিভাগ ইতোমধ্যে অন্তত ১০ জনকে আটক করেছে।

আর্জেন্টাইন গণমাধ্যমের খবর অনুসারে, স্টেডিয়ামের নিরাপত্তা নিশ্চিত করতে প্রথমে ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয় এবারের কোপার ফাইনাল। এরপর আরও ১৫ মিনিট পেছানো হয় খেলা। সবশেষ আরও ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে শিরোপা নির্ধারণী লড়াই।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি।

কলম্বিয়ার একাদশ: কামিলো ভারগাস, সান্তিয়াগো আরিয়াস, ডেভিনসন সানচেজ, কার্লোস কুয়েস্তা, ইয়োহান মোহিকা, রিচার্ড রিওস, জেফারসন লার্মা, জন আরিয়াস, হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজ, জন করদোভা।

Comments