মর্গে মা, চিকিৎসাধীন শিশু: পরিচয় মিলেছে ৩০ ঘণ্টা পর

স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে ফ্লাইওভারের ওপরে গাড়িচাপায় এক নারী নিহত হয়েছেন এবং তার কোলে থাকা এক বছরের শিশুটি বেঁচে গেলেও হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত ওই নারী ও তার সন্তানের পরিচয় পাওয়া গেছে ৩০ ঘণ্টা পর।

নিহত তাসলিমা আক্তার (২৬) নরসিংদী সদর থানার পাদুয়ার চর গ্রামের স্বপন আলীর মেয়ে। চিকিৎসাধীন শিশু তাসমিয়ার বয়স এক বছর এবং সে নিহত তাসলিমার মেয়ে।

শনিবার রাতে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সকাল ৭টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন চেরাগআলীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফ্লাইওভারের ওপরে গাড়িচাপায় ওই নারী নিহত হন এবং তার মেয়ে বেঁচে যায়। পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এবং সেখান থেকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালানোর ৩০ ঘণ্টা পর তাদের পরিচয় পাওয়া যায় বলে জানায় পুলিশ।

Comments

The Daily Star  | English

Uncertainty created as specific polls date has not been announced: Tarique

Tarique reiterated the demand that the national election be held by December

2h ago