গাজীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে কোনাবাড়ী ৮ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশের একটি পুকুরে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে দুই শিশুর পরিচয় জানা যায়নি।
স্থানীয় মুদি দোকানি কাজল মিয়া (৩৫) জানান, সকাল থেকে দুই শিশু নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখেন।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। শিশুদের মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
Comments