'হ্যাঁ, আমি কেঁদেছিলাম,' দি পলের স্বীকারোক্তি

আরও একটি ফাইনালে আর্জেন্টিনা। মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালে এবার শিরোপা ধরে রাখার মিশনে কলম্বিয়ার মুখোমুখি হতে যাচ্ছে দলটি। তবে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়েও ঘুরেফিরে আসছে ২০২২ বিশ্বকাপের স্মৃতি। কাতারে সেই অবিস্মরণীয় জয়ের পর আবেগপ্রবণ হয়ে কেঁদেছিলেন অনেকেই। তারমধ্যে ছিলেন অ্যাতলেতিকো মাদ্রিদ মিডফিল্ডার রদ্রিগো দি পলও।

লিওনেল স্কালোনি আর্জেন্টিনা দলের কোচ হিয়ে আসার পর থেকেই মাঝমাঠের মূল স্তম্ভ ধরা হয় দি পলকে। ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপের স্মৃতি নিয়ে এই মিডফিল্ডার বললেন, 'হ্যাঁ, আমি কেঁদেছিলাম এবং আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমি মনে করি এটি একটি চিরন্তন উত্তরাধিকার এবং আমি এটিকে স্বাভাবিক করতেও চাই না।'

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতারে বিশ্বকাপ জিতে নিয়েছিল আর্জেন্টিনা। শুধু তাই নয়, একটি শিরোপার জন্যও তাদের অপেক্ষা করতে হয়েছিল ২৮ বছর। ১৯৯৩ সালের কোপা জয়ের পর আন্তর্জাতিক কোনো আসরে সাফল্য পাচ্ছিল দলটি। সেই আক্ষেপ তারা মেটায় কপার গত আসরে। এরপর প্রথমবারের মতো ব্রাজিলের মাটিতেও জয় তুলে নিয়েছে তারা সম্প্রতি।

সবমিলিয়ে দারুণ সময় পার করা আর্জেন্টিনাকে নিয়ে তাই গর্বিত দি পল, 'আরেকটি ফাইনাল, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, আমেরিকারও। আমরা ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিলে জিতেছি, আমরা একটি ম্যাচেও না হেরে কোয়ালিফায়ারে এটা তৈরি করেছি। এটা স্বাভাবিক নয়। এটা শেষ হবে তবে আমি চাই প্রতিটি মুহূর্ত চিরতরে থাকুক কারণ উত্তরাধিকার চিরন্তন। এবং আমার জন্য এর অংশ হওয়া একটি বড় গর্বের ব্যাপার।'

কোপা আমেরিকার ফাইনাল ম্যাচকে সামনে রেখে বর্তমানে মায়ামিতে রয়েছে আর্জেন্টিনা দল। বুধবার প্রথমবারের মতো হালকা অনুশীলনও করেছে তারা। সেখানে উপস্থিত ছিলেন গঞ্জালো মন্তিয়েল ছাড়া দলের সকল সদস্যই। এমনকি চোট কাটিয়ে ফিরেছেন মার্কাস আকুনিয়াও।

Comments

The Daily Star  | English

Dhaka to pursue extradition of Hasina, Prof Yunus tells The Hindu

Bangladesh will pursue the extradition of ousted Prime Minister Sheikh Hasina from India, Chief Adviser Professor Muhammad Yunus told The Hindu

55m ago