পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষার্থীদের ব্লকেড
কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে রাস্তায় অবস্থান নিয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।
ঢাবি ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে আসেন। শিক্ষার্থীরা আসার আগেই পুলিশ শাহবাগে ব্যারিকেড দিয়ে রাখে। এক পর্যায়ে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে সেখানে অবস্থান নেন।
ঘটনাস্থল থেকে ডেইলি স্টার প্রতিবেদক জানান, বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের 'গো ব্যাক' স্লোগান দিতে শোনা যায়। এক পর্যায়ে পুলিশ শাহবাগ থেকে সরে যায়।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে তারা কলাভবন, ভিসি চত্বর হয়ে শাহবাগে আসেন। এ সময় মধুর ক্যান্টিনে ছাত্রলীগের নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়।
অন্যদিকে, নীলক্ষেত এলাকায় পুলিশের বাধায় ঢাকা কলেজ ও ইডেন কলেজের শিক্ষার্থীরা ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে যোগ দিতে পারেননি। তারা এখন ঢাকা কলেজের সামনে বিক্ষোভ করছেন।
Comments