‘শেষের লড়াই’ পুরোপুরি উপভোগ করছেন মেসি

Lionel Messi

আরও একটি কোপা আমেরিকায় আর্জেন্টিনার ফাইনালে যাওয়া নিয়ে কোন সংশয় ছিলো না। শক্তিতে অনেক পিছিয়ে থাকা কানাডার বিপক্ষে অনুমিতভাবে অনায়াসে জয় তুলে ফাইনাল নিশ্চিত করেছে তারা। আরও একটি শিরোপার সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি এবারের মিশনকে শেষের লড়াই আখ্যা দিয়ে ভাসছেন উপভোগের মন্ত্রে।

নিউজার্সিতে কোপার সেমিতে কানাডাকে ২-০ গোলে হারাতে গোল পান মেসি। এবারের আসরে যা তার প্রথম গোল। এই গোলে ইরানের আলি দায়িকে ছাড়িয়ে আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও হন তিনি।

ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে মেসি জানান, শেষের লড়াই উপভোগ করছেন তিনি,  'হ্যাঁ, এটা শেষ লড়াই বলে আমি অবগত আছি। আমি পুরোপুরি উপভোগ করছি।'

২০২১ সালে কোপা আমেরিকা জয় দিয়ে শুরু হয় আর্জেন্টিনার দিন বদল। ২০২২ সালে মেসির নেতৃত্বে দীর্ঘদিনের খরা কাটিয় বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনা। এবার আরও একবার মহাদেশীয় আসর কোপা জয়ের সামনে দলটি। লিওনেল স্কালোনির অধীনে ধরা দেওয়া অনেক অর্জনের খাতা আরও সমৃদ্ধ হওয়ার পথে।

স্বাভাবিকভাবে এমন দিনে মেসি ভাসছেন উপভোগের স্রোতে, তবে বিদায়ের একটা রাগিণীও বাজিয়ে দিয়েছেন তিনি, 'জাতীয় দল হিসেবে, গ্রুপ হিসেবে আমরা যা অর্জন করেছি সেটা উপভোগ করা যাক। আরও একবার ফাইনালে যাওয়া, আরও একবার চ্যাম্পিয়ন হতে লড়া সহজ ছিলো না। এগুলো শেষ লড়াই, সর্বোচ্চ উপভোগ করছি।' 

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত মেসি খেলবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা আছে। ২০২২ বিশ্বকাপই তার শেষ বলে আগে জানিয়েছিলেন। মেসি যদিও ২০২৬ বিশ্বকাপে খেলেনও আনহেল দি মারিয়া, নিকোলাই ওটামেন্ডির সেই সম্ভাবনা একদম নেই। এই দুজনকে আরেকটি কোপা জিতে বিদায় জানতে চায় আর্জেন্টিনা, মেসির কথায় তেমনই আভাস,  'ফিদিও (দি মারিয়া) ও ওটার (ওটামেন্ডি) জন্য এটা হয়েছে। ওদের মতই ভাবছি এটা  শেষ লড়াই।'

Comments

The Daily Star  | English
BNP demands disclosure of power sector contracts

Disclose AL govt’s power, energy deals

The BNP yesterday demanded public disclosure of all the power and energy sector agreements made by the ousted Awami League government.

6h ago