অবসরের আরও কাছে দি মারিয়া
কাতার বিশ্বকাপ শেষেই জাতীয় দল থেকে বুট জোড়া খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু কোচ ও সতীর্থদের চাওয়ায় রয়ে গেছেন দলে। কোপা আমেরিকা দিয়ে শেষ করার কথা জানিয়েছিলেন। এবারও তাকে সতীর্থ অনেকেই আরও কিছু দিন জাতীয় দলে চাইছেন তাকে। তবে তাদের চাওয়ায় যে এবার আর মন গলছে না এমন ইঙ্গিতই দিয়েছেন এই উইঙ্গার।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার ভোরে কোপা আমেরিকার সেমি-ফাইনালে কানাডার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচে আলবিসেলেস্তেরা হারলেও জাতীয় দলের হয়ে সেদিন শেষ হচ্ছে না দি মারিয়ার। সেক্ষেত্রে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে তারা। আর জিতলে নামবে শিরোপা ধরে রাখার লড়াইয়ে।
তবে এই ম্যাচে নামার আগে বাস্তবতাকে আরও একবার মনে করিয়ে দিলেন দি মারিয়া। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অনুশীলনের কয়েকটি ছবি আপলোড করে ৩৬ বছর বয়সী এই তারকা লিখেছেন, 'প্রতিদিন আরও কাছে আসছে এবং আমাদের প্রতিটি মিনিট উপভোগ করতে হবে।'
কোয়ার্টার-ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে বিস্ময়করভাবে এক মিনিটের জন্যও মাঠে নামেননি দি মারিয়া। তবে জানা গেছে সেমি-ফাইনালে শুরু থেকেই থাকছেন এই তারকা। আক্রমণভাগে ডান প্রান্তে থাকবেন বলে আশা করা যাচ্ছে। এর আগে গ্রুপ পর্বে এই কানাডার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও ছিলেন তিনি।
Comments