কোটা আন্দোলনের সমন্বয়ককে হল থেকে বের করে দেওয়ার খবরে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ
কোটা বাতিল আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হল থেকে বের করে দেওয়ার খবরে রাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সারজিসকে হল থেকে বের করে দেবে বলে বৃহস্পতিবার রাত ১০টার দিকে জানা যায়।
সারজিসের দাবি, কোটাবিরোধী বিক্ষোভে নেতৃত্ব দেওয়ায় তাকে অমর একুশে হল শাখা ছাত্রলীগের কমিটির নেতারা হল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন।
এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে গেলে রাত পৌনে ১২টার দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা একুশে হলের সামনে জড়ো হয়। সেখানে তারা কোটাবিরোধী বিক্ষোভের সমর্থনে স্লোগান দিতে থাকে।
সারজিসকে কেন হল ত্যাগে বাধ্য করা হলো, প্রভোস্টের কাছে তার জবাব চেয়ে শিক্ষার্থীদের চিৎকার করতে দেখা গেছে।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইশতিয়াক এম সাঈদকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।
যোগাযোগ করা হলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা কাউকে হল ছাড়তে বাধ্য করিনি। হলে কে থাকবে, কে থাকবে না সেটা হল কর্তৃপক্ষ ঠিক করে।'
'কাউকে হল ত্যাগ করতে বাধ্য করার জন্য আমরা কোনো নির্দেশ দেইনি,' যোগ করেন তিনি।
জানতে চাইলে প্রভোস্ট অধ্যাপক ড. ইশতিয়াক এম সাঈদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। কাউকে হল থেকে বের করে দেওয়ার কোনো বিষয় নেই।'
Comments