পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের কর্মবিরতি: তৃতীয় দিনের মতো ঢাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ

বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও বিভাগীয় অফিসগুলো তালাবদ্ধ রয়েছে। ছবি: স্টার

সর্বজনীন পেনশন স্কিমের পরিবর্তে পূর্ববর্তী পেনশন সুবিধা পুনর্বহালের দাবিতে শিক্ষকরা কর্মবিরতি পালন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিন ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ আছে।

একই অবস্থা দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক আখতারুল ইসলাম বলেন, দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আজ তৃতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো শিক্ষকদের কারও সঙ্গে যোগাযোগ করা হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারও বন্ধ রয়েছে। তবে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা গ্রন্থাগারটি চালু রাখার জন্য কয়েক দফায় দাবি জানিয়ে আসছেন।

সরকারি চাকরির জন্য পড়াশোনা করতে লাইব্রেরিতে ভিড় জমান অনেক চাকরিপ্রার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক অধ্যাপক নাসির উদ্দিন মুন্সী দ্য ডেইলি স্টারকে বলেন, আপাতত আমরা গ্রন্থাগার খুলতে পারছি না। শিক্ষার্থীদের আমরা সাময়িক এই অসুবিধার বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানিয়েছি।

আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও বিভাগীয় অফিসগুলো তালাবদ্ধ রয়েছে।

ঢাবির প্রশাসনিক ভবনের কর্মকর্তারাও প্রত্যয় স্কিমের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সেখানে আনুষ্ঠানিক কার্যক্রম বন্ধ রয়েছে।

Comments

The Daily Star  | English

Injured uprising protesters block Mirpur Road

Injured protesters from last year's mass uprising blocked Mirpur Road demanding medical treatment and rehabilitation

25m ago