‘প্রত্যয় স্কিম’ প্রত্যাহারের দাবিতে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কাল থেকে কর্মবিরতি
সর্বজনীন পেনশনের 'প্রত্যয় স্কিমকে' বৈষম্যমূলক আখ্যা দিয়ে এটি প্রত্যাহার দাবিতে আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দিয়েছেন সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক সমিতির মোর্চা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব মো. নিজামুল হক ভূইয়া।
দাবি পূরণ না হলে তাদের সর্বাত্মক কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে বলে জানান নিজামুল হক ভূইয়া।
একই দাবিতে আজ রোববার পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
শিক্ষকদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরাও আজ কর্মবিরতি পালন করছেন।
পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের তিনটি দাবি হলো, প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন। আর কর্মকর্তা-কর্মচারীদের দাবি শুধু প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিল।
Comments