রোহিতকে ফিরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের অনন্য রেকর্ড
ওভারের প্রথম বলে ছক্কার পর তৃতীয় বলে চার হজম করলেন সাকিব আল হাসান। তবে ঘুরে দাঁড়াতে একদমই সময় নিলেন না তিনি। চতুর্থ বলে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে জাকের আলি অনিকের ক্যাচ বানিয়ে গড়লেন অনন্য রেকর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট শিকার করলেন বাংলাদেশের এই বাঁহাতি অলরাউন্ডার।
শনিবার অ্যান্টিগায় এবারের আসরে সুপার এইটের দুই নম্বর গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নামা ভারতীয়দের ইনিংসে প্রথম আঘাত করেন সাকিব। চতুর্থ ওভারে ৩৯ রানের উদ্বোধনী জুটি ভেঙে দলকে দেন কাঙ্ক্ষিত উদযাপনের মুহূর্ত। আরেকটি বড় শট খেলার চেষ্টায় টাইমিংয়ে গড়বড় করে ফেলেন রোহিত। অনেক ওপরে উঠে যাওয়া বল ব্যাকওয়ার্ড পয়েন্টে অনায়াসে লুফে নেন জাকের।
কুড়ি ওভারের বিশ্ব আসরে ৫০ উইকেটের মাইলফলকে পৌঁছাতে সাকিবের লাগল ৪২ ম্যাচ। এর মধ্যে তিনি এই ম্যাচসহ ৪০টিতে হাত ঘোরালেন। আগের ৪১ ম্যাচে তার নামের পাশে ৪৯ উইকেট ছিল ১৯.৩৮ গড়ে। তিনি ৪ উইকেট নিয়েছিলেন তিনবার। সাকিবের সেরা বোলিং ফিগার ছিল পাপুয়া নিউগিনির বিপক্ষে। ২০২১ সালের আসরে আল আমেরাতে তিনি নিয়েছিলেন ৯ রানে ৪ উইকেট।
এই তালিকার দুইয়ে থাকা পাকিস্তানের শহিদ আফ্রিদির শিকার ৩৪ ইনিংসে ৩৯ উইকেট। শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা তিন নম্বরে আছেন ৩১ ইনিংসে ৩৮ উইকেট নিয়ে। এখনও খেলতে থাকা বোলারদের মধ্যে সাকিবের ঠিক পরেই আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। শ্রীলঙ্কার এই লেগ স্পিনার মাত্র ১৯ ইনিংসে পেয়েছেন ৩৭ উইকেট।
Comments