বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে ঢাকামুখী লেনে যানবাহনের চাপ, ধীরগতি

বঙ্গবন্ধু সেতু। স্টার ফাইল ছবি

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। এতে ঢাকা-রংপুর মহাসড়কে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে সিরাজগঞ্জে যানবাহনের চাপ বেড়েছে। গত রাত থেকে বৃষ্টির কারণে মহাসড়কে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

পুলিশ ও পরিবহন সংশ্লিষ্টরা জানায়, শনিবার ভোর থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে। মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলাচলের কারণে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ দ্য ডেইলি স্টারকে বলেন, শনিবার সকাল থেকেই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে তিনটি মহাসড়ক থেকে স্বাভাবিকের চেয়ে প্রায় দিগুণ যানবাহন হাটিকুমরুল হয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে প্রবেশ করলে অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয়। বৃষ্টির কারণে কিছুটা ধীরগতিতে যানবাহন চলে। এতে সেতুর পশ্চিম মহাসড়কে দীর্ঘ সারি তৈরি হয়।

তবে যানবাহনের চাপ থাকলেও কোথাও যানবাহন আটকে নেই বলে দাবি করেন হাইওয়ের এই কর্মকর্তা।

ঢাকাগামী বাসের চালক মিলটন হোসেন বলেন, ঈদের আগে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে দুর্ভোগ পোহাতে হয়েছে। ঈদের পর গত কয়েকদিন যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও শনিবার সকাল থেকে গন্তব্যে পৌঁছাতে এক থেকে দুই ঘণ্টা সময় বেশি লেগে যাচ্ছে।

Comments

The Daily Star  | English

Cargo ship with Pakistani goods reaches Ctg anchorage

On its second trip, it brings refined sugar, dolomites, fabrics, electronics, etc from Pakistan and UAE

56m ago