বঙ্গবন্ধু সেতু‌র পূর্ব প্রান্তে থেমে থেমে যানজট

মঙ্গলবার সোয়া ১১টায় বঙ্গবন্ধু সেতু‌র পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কামাক্ষার মোড় থেকে ছবিটি তোলা। ছবি: মির্জা শাকিল/স্টার

বঙ্গবন্ধু সেতু‌র পূর্ব প্রান্তে যানজটের অবস্থা অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ সকাল ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে।

আজ মঙ্গলবার ভোররাত থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু‌র পূর্ব প্রান্তে সংযোগ সড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লায় যানজট দেখা যায়।

বঙ্গবন্ধু সেতুর ওপরে দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ার কারণে দফায় দফায় টোল আদায়ও বন্ধ ছিল।

যানজটে বিপাকে পড়েছেন ঘরমুখো হাজারো মানুষ।

[related nid="

" layout="left"]

পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপর ২ বার গাড়ির সংঘর্ষ ও ১ বার গাড়ি বিকল হয়। এতে ভোররাত ৩টার পর ১০ থেকে ১২ মিনিট, ৪টার পর প্রায় ১ ঘণ্টা ও ৫টা ৩০ মিনিট থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ।

এর ফলে যানজট শুরু হয়।

'এখন কয়েক কিলোমিটার যানজট আছে' উল্লেখ করে এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা রাস্তায় দায়িত্ব পালন করছি। গাড়ির চলছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।'

Comments

The Daily Star  | English

Pope Francis dies at 88

He had recently survived a serious bout of double pneumonia.

36m ago