এবার ৫৭৭ হজযাত্রীর মৃত্যু, বেশিরভাগই গরমে

গরমে ৫৭৭ হজযাত্রীর মৃত্যু
অসুস্থ হজযাত্রীর সেবা করছেন সৌদি নিরাপত্তা বাহিনীর এক সদস্য। ছবি: রয়টার্স

এ বছরের হজে সৌদি আরবে অন্তত ৫৭৭ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে।

বিভিন্ন দেশের পক্ষ থেকে জানানো তথ্য সমন্বয় করে আজ বুধবার বার্তা সংস্থা এএফপি এই সংখ্যাটি প্রকাশ করেছে।

দুই আরব কূটনীতিক জানিয়েছেন, মক্কার পার্শ্ববর্তী আল-মুয়াইসেম এলাকার মর্গে ৫৫০ জন হজযাত্রীর মরদেহ রাখা হয়েছে। এটি মক্কার সবচেয়ে বড় মর্গগুলোর অন্যতম।

সৌদি আরবে ৫৭৭ হজযাত্রীর মৃত্যু
গরমের হাত থেকে বাঁচতে ছাতা ব্যবহার করেন হাজিরা। ছবি: এএফপি

এই ৫৫০ মধ্যে অন্তত ৩২৩ জন মিসরের নাগরিক। তাদের বেশিরভাগই প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মারা গেছেন।

একজন কূটনীতিক জানান, মিসরের যেসব হজযাত্রী মারা গেছেন, তাদের প্রায় সবাই প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়েছিলেন। একজন সামান্য ভিড়ের মধ্যে পদদলিত হয়েছিলেন।

কূটনীতিকরা আরও জানান, মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে জর্ডানের অন্তত ৬০ জন নাগরিক আছেন। এর আগে গত মঙ্গলবার জর্ডান জানিয়েছিল, এবারের হজে তাদের ৪১ জন নাগরিকের মৃত্যু হয়েছে।

সৌদি আরবে এবারের হজের সময় প্রচণ্ড গরম ও তাপদাহের মুখোমুখি হয়েছেন হজযাত্রীরা

দেশটির আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত সোমবার মক্কার গ্র্যান্ড মসজিদ এলাকার তাপমাত্রা ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল।

সৌদি আরবে গরমে হজযাত্রীর মৃত্যু
গরমে ক্লান্ত হয়ে শুয়ে আছেন এক হজযাত্রী। ছবি: এএফপি

গত বছর পবিত্র হজ মৌসুমে সৌদি আরবে অন্তত ২৪০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছিল। তাঁদের বেশির ভাগ ইন্দোনেশিয়ার নাগরিক ছিলেন।

এ বছর হজে অংশ নেন প্রায় ১৮ লাখ ৩০ হাজার মানুষ। তাদের মধ্যে ১৬ লাখই সৌদি আরবের বাইরে থেকে এসেছিলেন। সৌদি কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার এক কূটনীতিক এএফপিকে জানান, মিসর থেকে অসংখ্য অনিবন্ধিত হজযাত্রী এসেছিলেন। এ কারণে মৃতের সংখ্যা এতো বেশি।

মিসরের হজ মিশনের দেখভাল করেন এমন এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, 'অনিয়মিত ও অনিবন্ধিত হজযাত্রীরা মিসরের হজ ক্যাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তাদের কারণে সব সেবা মুখ থুবড়ে পড়ে।'

হজে গিয়ে মৃত্যু
গরমে ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছেন এক হজযাত্রী। ছবি: এএফপি

'হজযাত্রীরা দীর্ঘসময় খাবার, পানি অথবা শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা ছাড়া থাকতে বাধ্য হন', যোগ করেন তিনি।

কর্মকর্তা আরও জানান, বেশিরভাগ হজযাত্রী তাপের কারণে মৃত্যুবরণ করেন, কারণ তাদের 'আশ্রয় নেওয়ার জায়গা ছিল না।'

Comments

The Daily Star  | English

People will have to take to the streets for voting rights: Fakhrul

People will have to take to the streets like they did on August 5 to realise their voting rights, said BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today

32m ago