হজ পালনের সময় ইরান-জর্ডানের অন্তত ১৯ হাজির মৃত্যু

মিনায় শয়তানের উদ্দেশে পাথর ছুঁড়ে মারতে এসে মুসুল্লিরা প্রচণ্ড তাপদাহে অসুস্থ হয়ে পড়েন। ছবি: এএফপি
মিনায় শয়তানের উদ্দেশে পাথর ছুঁড়ে মারতে এসে মুসুল্লিরা প্রচণ্ড তাপদাহে অসুস্থ হয়ে পড়েন। ছবি: এএফপি

সৌদি আরবে হজ পালনের সময় জর্ডান ও ইরানের অন্তত ১৯ জন মুসুল্লি মারা গেছেন।

আজ রোববার দুই দেশের কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, 'হজ পালনের সময় জর্ডানের ১৪ মুসুল্লি মারা গেছেন। আরও ১৭ জন নিখোঁজ আছেন।'

পরবর্তীতে মন্ত্রণালয় নিশ্চিত করে, 'তীব্র তাপদাহের কারণে সান স্ট্রোকে আক্রান্ত হয়ে ১৪ জন হাজি নিহত মারা গেছেন।'

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট পীর হোসেন কোলিভান্দ পৃথকভাবে জানান, 'এ বছর হজ পালনের সময় ইরানের পাঁচ হজযাত্রী মারা গেছেন।'

ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভের অন্যতম হজ। প্রত্যেক সামর্থ্যবান মুসলিমকে তাদের জীবদ্দশায় অন্তত একবার হজ পালন করতে হয়।

আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, এবারের হজে অংশ নিয়েছেন ১৮ লাখ ৩০ হাজার মুসুল্লি। হজের পুরোটা সময়জুড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়েও বেশি থেকেছে। এই তীব্র তাপদাহের কারণে অনেক মুসুল্লি অসুস্থ হয়ে পড়েন। 

মিনায় শয়তানের উদ্দেশে পাথর ছুঁড়ে মারতে এসে মুসুল্লিরা প্রচণ্ড তাপদাহে অসুস্থ হয়ে পড়েন। ছবি: এএফপি
মিনায় শয়তানের উদ্দেশে পাথর ছুঁড়ে মারতে এসে মুসুল্লিরা প্রচণ্ড তাপদাহে অসুস্থ হয়ে পড়েন। ছবি: এএফপি

সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনো হতাহতের সংখ্যা জানায়নি। 

তবে এ বছর মুসুল্লিদের হজের কষ্ট কমাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে দেশটি। যার মধ্যে আছে জলবায়ু নিয়ন্ত্রিত এলাকা, বিনামূল্যে খাওয়ার পানি সরবরাহ ও মুসুল্লিদের নিজেদেরকে সূর্যের তাপ থেকে সুরক্ষিত রাখার বিভিন্ন উপায় সম্পর্কে পরামর্শ দেওয়া। 

গত বছরের হজে ২৪০ জন মুসুল্লি নিহত হন, যাদের বেশিরভাগই ইন্দোনেশিয়া থেকে এসেছিলেন।

এক সৌদি কর্মকর্তা এএফপিকে জানান, গতবারের হজে ১০ হাজারেরও বেশি মুসুল্লি হজের সময় তাপ-সংশ্লিষ্ট অসুস্থতায় আক্রান্ত হন, যার ১০ শতাংশ হিট স্ট্রোক।

সৌদি আরবে পরিচালিত এক সমীক্ষা মতে, দেশটিতে প্রতি ১০ বছরে শূন্য দশমিক চার ডিগ্রি সেলসিয়াস করে গড় তাপমাত্রা বাড়ছে।

 

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

8h ago