বেতন ছাড়া বাড়ি যাবেন না ন্যাশনাল কেমিক্যাল শ্রমিকরা, বিক্ষোভ চলছে

গাজীপুরের ন্যাশনাল কেমিক্যাল মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের সামনে শ্রমিক বিক্ষোভ। ছবি: স্টার

বকেয়া বেতন না নিয়ে ঈদে বাড়ি না যাওয়ার ঘোষণা দিয়েছেন গাজীপুরের ন্যাশনাল কেমিক্যাল মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শ্রমিকরা।

পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনেই লাগাতার আন্দোলন করছেন শতাধিক শ্রমিক।

ন্যাশনাল কেমিক্যাল মেনুফ্যাকচারিং শ্রমিক ইউনিয়ন সভাপতি মাহফুজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ রোববার সকাল ৮টা থেকে গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ী এলাকায় কারখানার সামনে শ্রমিকরা আবারও বিক্ষোভ শুরু করেন।'

'গতকাল দুপুরে বিক্ষোভ চলাকালে গাজীপুর শিল্প পুলিশের লাঠির আঘাতে মঞ্জুরুল ইসলাম নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার মাথার পেছনে আঘাত করা হয়েছে', বলেন তিনি।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন ডেইলি স্টারকে বলেন, 'ন্যাশনাল কেমিক্যাল মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শতাধিক শ্রমিক বিক্ষোভ করছেন।'

শিল্প পুলিশের আঘাতে কোনো শ্রমিক আহত হয়েছেন কি না? জানতে চাইলে তিনি বলেন, 'পুলিশের সঙ্গে শ্রমিকের কোনো সংঘর্ষ হয়নি।'

শ্রমিকরা জানান, পাঁচ মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও অন্যান্য বকেয়া পরিশোধ না করলে তারা ঈদে বাড়ি যাবেন না। যতদিন টাকা না দেওয়া হবে ততদিন লাগাতার আন্দোলন চলবে।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের গাজীপুর জেলা কমিটির সদস্য মোহাম্মদ জালাল হাওলাদার ডেইলি স্টারকে বলেন, 'শ্রমিকরা আমাকে জানিয়েছেন, বিক্ষোভ চলাকালে এক কারখানা শ্রমিককে শিল্প পুলিশ পিটিয়েছে। পরে তাকে স্থানীয় তারুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।'

এ বিষয়ে জানতে ন্যাশনাল কেমিক্যাল মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের মালিক এম এস এন বুলুর ফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়।

Comments

The Daily Star  | English

Palak admits shutting down internet deliberately on Hasina's order

His testimony was recorded by the International Crime Tribunal's investigation agency following a questioning session held yesterday

28m ago