ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ২

নিহতদের মরদেহ গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক ও আরেক আরোহী নিহত হয়েছেন।

শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার বালুয়াকান্দি এলাকায় ঢাকামুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন জামিউল ইসলাম জয় (২২) ও ইমরান হোসেন (২৫)। তাদের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দূরপাল্লার একটি অজ্ঞাত বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী  জামিউল মারা যায়। গুরুতর আহত অবস্থায় চালক ইমরানকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ হুমায়ুন কবির জানান, নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

The Daily Star  | English

Five killed in Faridpur as train hits microbus on level crossing

No 'authorised' level crossing in the area, says local station master

41m ago