বিকল্প আবাসনের ব্যবস্থা না করে হরিজনদের উচ্ছেদ না করার নির্দেশ হাইকোর্টের

উচ্ছেদ কার্যক্রমের ওপর এক মাসের স্থিতাবস্থাও জারি করেছেন আদালত।
supreme court
সুপ্রিম কোর্ট ভবন। ছবি: স্টার ফাইল ফটো

বিকল্প আবাসনের ব্যবস্থা না করে রাজধানীর পুরান ঢাকায় আগা সাদেক লেনে অবস্থিত মিরনজিল্লা হরিজন সিটি কলোনির বাসিন্দাদের উচ্ছেদ না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সেই সঙ্গে উচ্ছেদ কার্যক্রমের ওপর এক মাসের স্থিতাবস্থা জারি করেছেন আদালত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

হরিজনদের উচ্ছেদ বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত ডিএসসিসি কর্তৃপক্ষকে মিরনজিল্লা হরিজন সিটি কলোনির বাসিন্দাদের জন্য বিকল্প ব্যবস্থা করতে এবং তারপরে তাদের সরানোর উদ্যোগ নিতে বলেছেন।

শুনানির সময় রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী আয়ুন্নাহার সিদ্দিকা ও মনোজ কুমার ভৌমিক।

এর আগে রাজধানীর আগা সাদেক লেনের মিরনজিল্লা হরিজন সিটি কলোনি উচ্ছেদের নোটিশ জারি করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উচ্ছেদের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের তিন আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা, মনোজ কুমার ভৌমিক ও উৎপল বিশ্বাস এই আবেদন করেন।

Comments

The Daily Star  | English

Public univ teachers to go on indefinite work abstention over pension

Public university teachers across the country will go on an indefinite work abstention from tomorrow as the government has not heeded their demand to reinstate previous pension facilities in place of the Universal Pension Scheme

58m ago