গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে, টিকিট কালোবাজারির অভিযোগ থাকবে না: র‌্যাব

গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে, টিকিট কালোবাজারির অভিযোগ থাকবে না: র‌্যাব
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

ঈদুল আজহাকে কেন্দ্র করে টিকিট কালোবাজারি এবং বিভিন্ন অপরাধী চক্র দমনে র‌্যাব সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই বিশেষায়িত বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

আজ বৃহস্পতিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরাফাত বলেন, 'টিকিট কালোবাজারি যে চক্র আছে, তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং এ বছর আমরা আশা করছি যে, এ ধরনের সেই অভিযোগগুলো আমাদের আর থাকবে না।'

গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, 'আমরা স্ট্যাটিক এবং মোবাইল পেট্রোল চালু রেখেছি। এছাড়া, রেলওয়ে স্টেশন, লঞ্চ টার্মিনাল, বাস টার্মিনালগুলোতে প্রয়োজন অনুসারে ওয়াচ টাওয়ার, সাপোর্ট সেন্টার তৈরি করেছে।'

যে কোনো অভিযোগ র‌্যাবকে জানাতে যাত্রীদের অনুরোধ করেন তিনি।

আরাফাত আরও বলেন, 'রেল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে আন্তরিক এবং সহায়তা প্রদান করে যাচ্ছে। যাত্রা পথে হয়রানি যাতে না হয়; বিশেষত নারী যাত্রীদের, হয়রানির অভিযোগ র‌্যাবের কাছে পৌঁছে দিলে ব্যবস্থা নেওয়া হবে।'

অজ্ঞানপার্টি, মলমপার্টি ও ছিনতাইকারীদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

1h ago