‘আইজিপি কীভাবে এত সম্পদের মালিক হন’ বিস্মিত হাইকোর্ট
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিপুল সম্পদের খবরে বিস্মিত হয়েছেন হাইকোর্ট।
একটি রিটের শুনানিকালে আজ মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াত লিজুর হাইকোর্ট বেঞ্চ বিস্ময় প্রকাশ করে বলেন, 'একজন সরকারি কর্মকর্তার অনিয়ম-দুর্নীতি নিয়ে দেশে-বিদেশে আলোচনা-সমালোচনা হচ্ছে।'
'একজন পুলিশ মহাপরিদর্শক কীভাবে এত সম্পদের মালিক হলেন,' বলেন বিচারপতি খিজির হায়াত লিজু।
যশোরে আটটি সেতু নির্মাণে যথাযথ জায়গা না রাখার বিষয়ে একটি রিটের শুনানিকালে তিনি এ মন্তব্য করেন।
শুনানির সময় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীসহ তিন সরকারি প্রকৌশলী তাদের অবস্থান ব্যাখ্যা করতে হাজির হন।
আদালত তাদের বলেন, 'দেশের স্বার্থে কাজ করতে হবে এবং তারা অনিয়ম করলে আদালত খতিয়ে দেখবে।'
আবেদনকারীর আইনজীবী এম শামসুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ছয় মাসের মধ্যে প্রাসঙ্গিক নিয়ম অনুসারে সেতুগুলোর যথাযথ উল্লম্ব-অনুভূমিক স্থান বজায় রেখে নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।'
যশোরে কম উচ্চতার সেতুর বিষয়ে গত বছরের ১১ জুন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ভৈরব নদী সংস্কার আন্দোলনের উপদেষ্টা ইকবাল কবির জাহিদ হাইকোর্টে রিটটি করেন।
Comments