বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস ১৩ জুন থেকে শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এ বছরও ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে আগামী ১৩ জুন থেকে 'ঈদ স্পেশাল সার্ভিস' আয়োজন করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

আজ সোমবার থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ১৮ জুন পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে।

ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) থেকে যেসব রুটে (ঢাকা থেকে) অগ্রিম টিকেট বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলো হলো-

মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রণে: ঢাকা-রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নওগাঁ, কুষ্টিয়া, বরিশাল, গোপালগঞ্জ, জয়পুরহাট, জামালপুর ও কলমাকান্দা রুটে।

কল্যাণপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে: ঢাকা-রাজশাহী, নওগাঁ, নেত্রকোণা, সৈয়দপুর, ঠাকুরগাঁও, বরিশাল, গোপালগঞ্জ, গাইবান্ধা, বগুড়া, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, কুষ্টিয়া, নাগরপুর, পাটুরিয়া ও নালিতাবাড়ি রুটে।

গাবতলী বাস ডিপোর নিয়ন্ত্রণে: ঢাকা-রংপুর, ভাটিয়াপাড়া ও পাটুরিয়া রুটে।

জোয়ারসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণে: ঢাকা-রংপুর, দিনাজপুর, নওগাঁ, ময়মনসিংহ, সিবিএস ২ (গুলিস্তান)-বরিশাল ও বগুড়া রুটে।

মিরপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে: ঢাকা-ঠাকুরগাঁও, রংপুর, পঞ্চগড়, স্বরুপকাঠী, গোপালগঞ্জ ও বগুড়া রুটে।

মোহাম্মদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে: ঢাকা-রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, বগুড়া, নওগাঁ, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ রুটে।

গাজীপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে: গাজীপুর-খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া ও ময়মনসিংহ রুটে।

যাত্রাবাড়ী বাস ডিপোর নিয়ন্ত্রণে: ঢাকা-রংপুর, দিনাজপুর, খুলনা, কুড়িগ্রাম, ভাঙ্গা ও বরিশাল রুটে।

নারায়ণগঞ্জ বাস ডিপোর নিয়ন্ত্রণে: ঢাকা-ভাঙ্গা (ফরিদপুর), বরিশাল, হবিগঞ্জ, রংপুর, লালমনিরহাট, নওগাঁ, নেত্রকোণা ও বগুড়া রুটে।

কুমিল্লা বাস ডিপোর নিয়ন্ত্রণে: কুমিল্লা-সিলেট ও সুনামগঞ্জ রুটে।

নরসিংদী বাস ডিপোর নিয়ন্ত্রণে: ঢাকা-পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, নওগাঁ ও বগুড়া রুটে।

সিলেট বাস ডিপোর নিয়ন্ত্রণে: সিলেট-চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, রংপুর ও তারাকান্দি রুটে।

দিনাজপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে: দিনাজপুর-ঢাকা (গাবতলী) রুটে।

সোনাপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে: সোনাপুর-চট্টগ্রাম ও বরিশাল রুটে।

বগুড়া বাস ডিপোর নিয়ন্ত্রণে: বগুড়া-রংপুর রুটে।

রংপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে: রংপুর-মোংলা ও ঢাকা রুটে।

খুলনা বাস ডিপোর নিয়ন্ত্রণে: খুলনা-ঢাকা, শ্যামনগর-কিশোরগঞ্জ ও রংপুর রুটে।

পাবনা বাস ডিপোর নিয়ন্ত্রণে: পাবনা-গাজীপুর চৌরাস্তা রুটে।

ময়মনসিংহ বাস ডিপোর নিয়ন্ত্রণে: ঢাকা-ময়মনসিংহ, ফুলপুর, ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম রুটে।

চট্টগ্রাম বাস ডিপোর নিয়ন্ত্রণে: চট্টগ্রাম-রংপুর, বরিশাল, ভোলা (চরফ্যাশন), মজুচৌধুরীর হাট ও চাঁদপুর রুটে,

টুঙ্গীপাড়া বাস ডিপোর নিয়ন্ত্রণে: ঢাকা-পাটগাতি রুটে।

বরিশাল বাস ডিপোর নিয়ন্ত্রণে: বরিশাল-ঢাকা ও রংপুর রুটে।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

3h ago