গাজীপুরের শিববাড়ী-গুলিস্তান বিআরটিসির এসি বাস চালু

শিববাড়ী-গুলিস্তান, গাজীপুর, বিআরটি লেন, বিআরটিসি,
ছবি: সংগৃহীত

গাজীপুরের শিববাড়ী-গুলিস্তান পর্যন্ত পরীক্ষামূলকভাবে বিআরটি লেনে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দশটি এসি বাস চালু হয়েছে।

আজ রোববার সকালে গাজীপুর মহানগরীর শিববাড়ী বিআরটি স্টেশনে বিআরটিসির এসি বাস চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, 'বিআরটি একটি রূপনগর প্রকল্প, সেটা আমরা আগে থেকেই জানি। অনেকবার সময় বাড়ানো হয়েছে, তারপরও কাজ শেষ করতে পারেনি। এই প্রকল্প মানুষের কোনো উপকারে আসছিল না। তাই আমরা পরীক্ষামূলকভাবে বিআরটি লেনে ১০টি বিআরটিসি বাস দিয়ে সেবা চালু করেছি। যাত্রা এখন আরও স্বাচ্ছন্দ্যের হবে।'

'বিআরটি লেনের বাকি কাজগুলো পর্যায়ক্রমে চলতে থাকবে ও অবশিষ্ট কাজ শেষ করা হবে,' বলেন তিনি।

এর আগে শনিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নোবেল দে বলেছিলেন, প্রাথমিকভাবে গাজীপুরের শিববাড়ি বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) টার্মিনাল থেকে ১০টি বিআরটিসি এসি বাস বিআরটি লেনে বিমানবন্দর পর্যন্ত ২০ দশমিক ৫ কিলোমিটার এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটার মোট ৪২ দশমিক ৫ কিলোমিটার পথ চলাচল করবে।

তিনি বলেছিলেন, শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত ৭০ টাকা এবং শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত ১৪০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। যাত্রী চাহিদা ও স্টেশনগুলো সম্পূর্ণ প্রস্তুত হওয়ার পর বাসের সংখ্যা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

8h ago