পাবনায় সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

আহতদের সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছবি: স্টার

পাবনার সুজানগর উপজেলায় সিএনজি অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

আজ শনিবার সকালে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কাদুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- তাজু প্রামাণিক, আলাউদ্দিন প্রামাণিক, হেলেনা খাতুন, আশিকুর রহমান শুভ, মাসুম শেখ, শরিফুল ইসলাম, সাদ্দাম হোসেন, দেলোয়ার হোসেন, সলিম প্রামাণিক, ইসিম প্রামাণিক, সুমন প্রমাণিক, মনির উদ্দিন প্রামাণিক ও উজ্জল কাজী। তাদের সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কাদুয়া সিএনজি স্ট্যান্ডটি দীর্ঘদিন ধরেই সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থী শাহীনুজ্জামান শাহীনের লোকজনদের দখলে রয়েছে।

সম্প্রতি উপজেলা নির্বাচনে জয়ী হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব। এরপর থেকে কাদুয়া সিএনজি স্ট্যান্ডের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। 

আজ সকালে উভয়পক্ষের লোকজন সিএনজি স্ট্যান্ডে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় আধাঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। 

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাব দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটা রাজনৈতিক কোনো বিষয় নয়, স্থানীয় ব্যাপার নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছে।' 

তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামান শাহীন ডেইলি স্টারকে বলেন, 'নির্বাচনের পর থেকেই আমার লোকদের ওপর হামলা হচ্ছে।'

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।'

Comments

The Daily Star  | English

Each martyr family to get Tk 30 lakh: Prof Yunus

Vows to rehabilitate them; govt to bear all expenses of uprising injured

26m ago