আজ প্রেসিডেন্টের কাছ থেকে জোট সরকারের অনুমোদন নেবেন মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বিদায়ী প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মূর কাছে পরবর্তী সরকার গঠনের পরিকল্পনা উপস্থাপন করবেন এবং অনুমোদন নেবেন।
আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
আজ শুক্রবার মোদি তার জোটের অন্যান্য দলের নেতাদের সঙ্গে নিয়ে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে পরবর্তী সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন চাইবেন। এই বৈঠকে এনডিএ জোটের নেতা টিডিপির চন্দ্রবাবু নাইডু, জেডিইউর নীতীশ কুমার ও শিব সেনার একনাথ শিন্ডে উপস্থিত থাকার কথা রয়েছে।
ভারতের সংবাদ মাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এ বিষয়টি জানিয়েছে।
আজ শুক্রবার প্রেসিডেন্ট কমপ্লেক্সে এনডিএ জোটের সদ্যনির্বাচিত সংসদ সদস্যরা বৈঠক করবেন। এই বৈঠকের পরই প্রেসিডেন্টের সঙ্গে জোটের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের বৈঠক হবে।
বুধবার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট বুধবার মোদিকে 'সর্বসম্মতিক্রমে' জোটের নেতা ও পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেয়।
পার্লামেন্টে এনডিএ জোটের হাতে ২৯৩ আসন রয়েছে, যার ফলে ৫৪৩ আসনের লোকসভায় এই জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
মোদির দল এখনো জানায়নি শরিক দলগুলোর সমর্থনের বিনিময়ে তারা কী কী সুবিধা পেতে যাচ্ছে। তবে ভারতের গণমাধ্যমে জানানো হয়েছে, অন্যান্য দাবির পাশাপাশি জোটের বড় দলগুলো মন্ত্রিসভার বেশ কিছু পদ চেয়েছে।
হিন্দুস্তান টাইমসের বৃহস্পতিবারের সম্পাদকীয়তে মন্তব্য করা হয়েছে, মোদিকে এখন 'জোট রাজনীতির মাইনফিল্ডের' ওপর নির্ভর করতে হবে। যার ফলে তার তৃতীয় মেয়াদ প্রত্যাশার চেয়েও বেশি কঠিন হতে পারে।
রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদি শপথ নেবেন বলে জানা গেছে।
Comments