ছাগলের কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

আওয়ামী লীগের মনোনয়ন
স্টার ডিজিটাল গ্রাফিক্স

পাবনায় ছাগলের কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের ঝগড়ায় একজনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার রাতে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাবিব সরদার (৩০) দাসপাড়া গ্রামের মকশেদ সরদারের ছেলে।

অভিযুক্ত সিরাজুল ইসলামের ভাতিজির স্বামী হন হাবিব।

স্থানীয়দের বরাত দিয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রওশন আলি বলেন, সন্ধ্যার দিকে হাবিবের শাশুড়ির ছাগল অভিযুক্ত সিরাজুল ইসলাম সরদারের লাগানো কলাগাছ খেলে উভয় পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। এসময় হাবিবের স্ত্রীকে আঘাত করলে হাবিব প্রতিবাদ করেন। এসময় সিরাজ হাবিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাবিববে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে হাবিবের মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Comments

The Daily Star  | English

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

31m ago