মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবম

প্রাথমিক ফলে জয়লাভের পর দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখছেন ক্লদিয়া শেনবম। ছবি: এএফপি
প্রাথমিক ফলে জয়লাভের পর দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখছেন ক্লদিয়া শেনবম। ছবি: এএফপি

প্রাথমিক নির্বাচনী ফলাফল অনুযায়ী, মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্লদিয়া শেইনবম।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে এএফপি।

ক্ষমতাসীন মোরেনা পার্টির প্রার্থী ক্লদিয়ার জয়ে সমর্থকরা মারিয়াচি সঙ্গীতের তালে পতাকা উড়িয়ে নেচে-গেয়ে রাজধানী মেক্সিকো সিটির প্রধান চত্বরে উদযাপন করেছেন।

মেক্সিকো সিটির সাবেক মেয়র ক্লদিয়া (৬১) একজন প্রশিক্ষণপ্রাপ্ত পরিবেশ বিজ্ঞানী।

তিনি ৫৮ থেকে ৬০ শতাংশ ভোট পেয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় নির্বাচনী সংস্থা।

সোমবার প্রাথমিক ফলের পর দেশবাসীর উদ্দেশে ক্লদিয়া বলেন, 'আমি আপনাদেরকে নিরাশ করব না'।

প্রধান প্রতিদ্বন্দ্বী জোচিল গালভেজের চেয়ে ৩০ শতাংশ পয়েন্ট ও মধ্যপন্থী হর্হে আলভারেজ মেইনেজের চেয়ে ৫০ শতাংশ পয়েন্ট বেশি ভোট পেয়েছেন ক্লদিয়া।

বিচ্ছিন্নভাবে কিছু সহিংসতার ঘটনা ঘটলেও লাতিন আমেরিকার দেশটিতে অসংখ্য ভোটার ভোটকেন্দ্রে উপস্থিতি হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবম। ছবি: এএফপি

ভোটারদের সুরক্ষা দিতে হাজারো সেনা মোতায়েন করা হয়। দীর্ঘ ও রক্তাক্ত নির্বাচনী প্রচারণা চলাকালীন সময় ২৪ জনেরও বেশি স্থানীয় রাজনীতিবিদ নিহত হয়েছেন।

ক্লদিয়া এই নির্বাচনকে 'ঐতিহাসিক' বলে অভিহিত করেন।

ভোট দেওয়ার পর ক্লদিয়া জানান, তিনি নিজেকে ভোট দেননি, বরং ৯৩ বছর বয়সী বামপন্থী নারী প্রার্থী ইফিজেনিয়া মার্তিনেজকে ভট দিয়েছেন তার মনোবল ও দৃঢ়তার কারণে।

'গণতন্ত্র দীর্ঘজীবী হোক', বলেন ক্লদিয়া।

নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ১০ কোটি। দেশটির মোট জনসংখ্যা ১২ কোটি ৯০ লাখ।

Comments

The Daily Star  | English

65pc of suicide victims among students are teens: survey

Teenagers (aged 13-19) made up 65.7% of 310 students who died by suicide in 2024, according to a survey by Aachol Foundation.

1h ago