বিচারক অত্যাচারী, কেলেঙ্কারির বিরুদ্ধে আপিল করব: ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার অভিযোগে গতকাল নিউইয়র্কের ম্যানহাটান আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে আজ শুক্রবার দেওয়া এক ভাষণে তিনি নিশ্চিত করেছেন যে, এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন।

বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

৪০ মিনিটের সেই ভাষণে ট্রাম্প বলেন, 'আমরা এই কেলেঙ্কারির বিরুদ্ধে আপিল করতে যাচ্ছি।'

বিচারপতি জুয়ান মার্চেনের আচরণের বিষয়ে অভিযোগ করে তিনি বলেন, 'আমরা বিভিন্ন বিষয় নিয়ে এই আপিল করতে যাচ্ছি।'

'তিনি আমাদের সাক্ষী রাখতে দেবেন না, তিনি আমাদের কথা বলতে দেবেন না, তিনি আমাদের কিছুই করতে দেবেন না। বিচারক ছিলেন একজন অত্যাচারী', বলেন ট্রাম্প।

নিউইয়র্কের ম্যানহাটান আদালতের ১২ সদস্যের জুরি বোর্ড ফৌজদারি মামলায় ৩৪টি অভিযোগের সব কটিতেই ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছেন। বিচারক মার্চেন আগামী ১১ জুলাই এই মামলার রায় ঘোষণা করবেন।

আগামী নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ট্রাম্প তার বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগই অস্বীকার করেছেন। তিনি স্টর্মির সঙ্গে যৌন সম্পর্ক থাকার বিষয়টিও অস্বীকার করেন।

যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক নথিপত্র জালিয়াতির অভিযোগ প্রমাণিত হলে যে কারও সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড হতে পারে।

তবে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে আদালত কারাগারে পাঠাবেন কি না তা নিয়ে জল্পনা-কল্পনা এখন তুঙ্গে।

 

Comments

The Daily Star  | English

Feeling the pulse of local startup ecosystem

From groceries to food and commuting, startups, founded by innovative young people, became popular brands

14h ago