ফেভারিট রিয়ালের সিংহাসন পুনরুদ্ধারের স্বপ্নে বাধা আন্ডারডগ ডর্টমুন্ড
১৫তম শিরোপা জিতে নিজেদের রেকর্ড ছাড়িয়ে আরও উঁচুতে যাওয়ার স্বপ্নে বিভোর রিয়াল মাদ্রিদ।
বরুশিয়া ডর্টমুন্ড প্রত্যাশায় আছে দীর্ঘ অপেক্ষার পালা ঘুচিয়ে ২৭ বছর পর চ্যাম্পিয়ন হওয়ার।
অর্থাৎ আগামীকাল শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় অনুষ্ঠেয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের লড়াইটা ফেভারিট বনাম আন্ডারডগের।
সেই বহুল প্রতীক্ষীত দ্বৈরথই দ্য ডেইলি স্টারের পডকাস্ট 'পিচ পারফেক্ট'- এর এবারের আয়োজনের বিষয়বস্তু।
Comments