সাভারে ডেইলি স্টারের সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্ধ শতাধিক গণমাধ্যমকর্মী অংশ নেন।
হামলার প্রতিবাদে মানববন্ধন। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে পেশাগত দায়িত্ব পালনকালে দ্য ডেইলি স্টারের নিজস্ব সংবাদদাতা আকলাকুর রহমান আকাশের ওপর হামলা ও দৈনিক দেশ রূপান্তরের সাভার প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুককে হুমকির ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সাভার প্রেস ক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্ধ শতাধিক গণমাধ্যমকর্মী অংশ নেন।

বক্তারা এ সময় সম্প্রতি পেশাগত দায়িত্ব পালনকালে দ্য ডেইলি স্টারের নিজস্ব সংবাদদাতা আকলাকুর রহমান আকাশের ওপর হামলা ও দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুককে হুমকি দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত এসব ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বক্তারা আরও বলেন, 'প্রায়ই দেখা যায়, যখনই কোনো প্রভাবশালী শক্তির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীরা কথা বলতে যান, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তথ্য সংগ্রহ করতে যান, তখনই সাংবাদিককের ওপর হামলা করা হয়, নির্যাতন করা হয়, সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করা হয়।'

মানববন্ধনে সাভার প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ফুলকির সম্পাদক নাজমুস সাকিব, সাভার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের গোবিন্দ আচার্য্য, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও আরটিভির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক রওশন আলী, দপ্তর সম্পাদক মো. সবুজ, সিনিয়র সাংবাদিক তোফা সানী, ৭১ টেলিভিশনের প্রতিনিধি আশরাফ সিজেল, বৈশাখী টেলিভিশনের আব্দুল হালিম, সাংবাদিক পারভেজ মুন্না, বাসস প্রতিনিধি রুপোকুর রহমান, সাংবাদিক সাহেদ জুয়েল অংশ নেন।

উল্লেখ্য, গত ২৬ মে সকাল সাড়ে ১০ টার দিকে সাভারে একটি সিরামিক কারখানার মালিকদের বিরোধের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে মারধর করা হয় দ্য ডেইলি স্টারের সাভার সংবাদদাতা আকলাকুর রহমান আকাশকে। এ সময় হামলাকারীরা তার কাছ থেকে তার মুঠোফোনও ছিনিয়ে নিয়ে যায়।

খবর পেয়ে অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থল থেকে আকাশকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। হামলায় সাংবাদিকের মাথা, মুখ, চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

অপরদিকে সম্প্রতি দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুক একটি সংবাদের প্রয়োজনে সাভারের একটি তৈরি পোশাক কারখানার এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তাকে হুমকি দেওয়া হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান দ্য ডেইলি স্টারকে বলেন,'ইতোমধ্যে সাংবাদিক আকাশের ওপর হামলার মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি সন্দেহভাজনদেরও গ্রেপ্তারে অভিযান চলছে। ছিনিয়ে নেওয়া মুঠোফোনটি উদ্ধার করা হয়েছে।'

 

Comments