এপ্রিলে সারাবিশ্বে টয়োটার উৎপাদন-বিক্রি কমেছে

টয়োটা
চীনের হাইব্রিড গাড়িগুলোর সঙ্গে টয়োটাকে প্রতিযোগিতাকে করতে হচ্ছে। ছবি: রয়টার্স

গত এপ্রিলে সারাবিশ্বে জাপানের শীর্ষ গাড়ি তৈরির প্রতিষ্ঠান টয়োটার উৎপাদন ও বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে।

আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলে সারাবিশ্বে টয়োটার বিক্রি শূন্য দশমিক পাঁচ শতাংশ কমেছে।

বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজার চীনে টয়োটার বিক্রি কমেছে ২৭ শতাংশ এবং নিজ দেশ জাপানে কমেছে ১৪ শতাংশ।

টয়োটা মোটরস সংবাদ সংস্থাটিকে জানিয়েছে, ব্যাপক প্রচারণা সত্ত্বেও চীনে গাড়ি বিক্রি কমেছে।

চীনের গাড়ির দামের সঙ্গে জাপানি গাড়ির দামের পার্থক্য, টয়োটার কয়েকটি মডেলের উৎপাদন বন্ধ ও গাড়ির নিরাপত্তাজনিত সমস্যা টয়োটা গাড়ি বিক্রিতে প্রভাব ফেলছে।

যুক্তরাষ্ট্র ও ভারতে টয়োটার উৎপাদন বাড়লেও চীন, জাপান, থাইল্যান্ডে প্রতিষ্ঠানটির গাড়ি উৎপাদন কম হয়েছে। সব মিলিয়ে সারাবিশ্বে টয়োটার উৎপাদন কমেছে চার শতাংশ।

গত ফেব্রুয়ারি থেকে মার্চে মেক্সিকোয় টয়োটার টাকোমা পিকআপ ট্রাকের উৎপাদন কয়েকবার বন্ধ রাখতে হয়।

প্রতিবেদন অনুসারে, জাপানের গাড়ি তৈরির প্রতিষ্ঠানগুলোকে চীনের হাইব্রিড গাড়ির ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রবল প্রতিযোগিতায় পড়তে হচ্ছে। পাশাপাশি, জাপানের প্রতিষ্ঠানগুলো বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য বাড়তি চাপে আছে।

Comments