দেড় ঘণ্টা বন্ধের পর চালু মেট্রোরেল
বৈদ্যুতিক জটিলতার কারণে আজ সোমবার সকাল থেকে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।
এমআরটি লাইন-৬ প্রকল্পের উপপরিচালক (জনসংযোগ) তরফদার মাহমুদুর রহমান আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে জানান, বৈদ্যুতিক সরবরাহে সমস্যা দেখা দেওয়ায় সকাল সাড়ে ৭টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। কিছু সময় আগে মেট্রোরেল চালু হয়েছে।
এর আগে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রশাসন) নাজমুল হোসেন ভূঁইয়া সকাল ৯টা ৪৫ মিনিটে দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন উত্তরা-মতিঝিল লাইনের বিদ্যুৎ সেবায় কিছু সমস্যা থাকায় মেট্রোরেল চলাচল বন্ধ আছে।
তিনি বলেন, সমস্যা দেখা দেওয়ার আগেই বেশ কয়েকটি ট্রেন উত্তরায় ফিরে গেছে।
Comments