ঘূর্ণিঝড় রিমাল

চট্টগ্রামে হজ ফ্লাইট বাতিল, ঢাকায় পাঠানো হয়েছে ৩১৭ হজযাত্রীকে

শাহ আমানত
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রিমালের কারণে চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। এরপর ৩১৭ হজযাত্রীকে চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হয়েছে। 

রোববার সন্ধ্যায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় বাংলাদেশ বিমানের ফ্লাইট বাতিল করা হয়।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের দিকে এগিয়ে আসায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ রোববার দুপুর ১২টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত উড়োজাহাজ চলাচল স্থগিত করেছে।

বিমানবন্দরের পরিচালক বলেন, 'আমরা আজ দুপুর ১২টা থেকে আগামীকাল সকাল ৮টা পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত করেছি। পরবর্তীতে এই স্থগিতাদেশ বাড়ানো হতে পারে।'

হজ ফ্লাইট বিএজি-১৩৫ চট্টগ্রাম থেকে ৩১৭ জন হজযাত্রী নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘূর্ণিঝড়ের কারণে শাহ আমানত বিমানবন্দর বন্ধ থাকায় আমরা ৩১৭ হজযাত্রীকে বিকেল ৫টায় নয়টি বাসে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ঢাকায় পাঠিয়েছি।'

'তারা ঢাকায় পৌঁছে হজ ফ্লাইট ধরবেন,' যোগ করেন তিনি।

 

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

2h ago