ঘূর্ণিঝড় রিমালে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ১০৩ কোটি টাকার ক্ষতি

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে গাছ পড়ে অনেক জায়গার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ছবি: সোহরাব হোসেন/স্টার

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগলিক এলাকায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ৩ কোটি ৩ লাখ ৯ হাজার ৭০২ জন গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।

শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩ কোটি ২০ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিতে পেরেছে আরইবি। অবশিষ্ট ২ লাখ ৮০ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলমান রয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) গতকালই বিদ্যুৎ বিচ্ছিন্ন সব গ্রাহককে পুনঃসংযোগ দিয়েছে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বাকি এক শতাংশ গ্রাহকের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হচ্ছে উল্লেখ করে মীর মোহাম্মদ আসলাম উদ্দিন জানান, প্রাথমিক তথ্যানুসারে ১০৩ কোটি ৩৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, ৮০টি সমিতির মধ্যে ৬০টি সমিতির শতভাগ গ্রাহককে সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। সমিতি, আরইবি ও ঠিকাদার মিলিয়ে বর্তমানে প্রায় ১৭ হাজার মানুষ মাঠে কাজ করছে।
 

Comments

The Daily Star  | English

BNP wants national polls by mid-2025

The BNP wants the national election by the middle of this year and local government polls afterwards.

4h ago