নারায়ণগঞ্জ

সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় এক নারী নিহত হন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের বর্জ্যবাহী গাড়ির ধাক্কায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে৷

আজ রোববার সকালে পাঠানটুলী জামে মসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক৷

এ ঘটনায় সিটি করপোরেশনের বর্জ্যবাহী গাড়ির চালক ইকবালকে (৩৫) আটক করেছে পুলিশ৷

পুলিশ জানায়, নিহত অনি রানী (৩৫) স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকায় ভাড়াবাসায় থাকতেন তিনি৷ অনি রংপুরের কাউনিয়ার ব্রাহ্মণপাড়া গ্রামের ভবেন চন্দ্রের মেয়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি আবু বকর বলেন, সকাল ৮টার দিকে হেঁটে কর্মস্থলে যাওয়ার পথে পেছন থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের গাড়িটি ওই নারীকে ধাক্কা দেয়৷ ঘটনাস্থলেই মারা যান তিনি৷ পরে স্থানীয়রা গাড়িচালককে আটক করে খবর দিলে ঘটনাস্থলে যায় পুলিশ৷

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷

Comments

The Daily Star  | English

No place for Islamic extremism in Bangladesh

Islamic extremism will never find a place in Bangladesh again, said Chief Adviser Muhammad Yunus recently.

7h ago