শাকিব খানের ভাবনায় শুধুই সিনেমার উন্নতি: চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরী ও শাকিব খান। ছবি: সংগৃহীত

শাকিব খান ও চঞ্চল চৌধুরী প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন—এ খবর ইতোমধ্যে সবাই জেনে গেছেন। তারা 'তুফান' সিনেমার শুটিং করেছেন কলকাতায়। আসছে ঈদে মুক্তি পাবে সিনেমাটি। প্রথমবার দুই তারকা একসঙ্গে অভিনয় করলেও তাদের পরিচয়, সম্পর্ক, ঘনিষ্ঠতা অনেক আগে থেকেই।

সম্প্রতি দুজনের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন চঞ্চল চৌধুরী, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, হয়েছে প্রশংসিত। দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন চঞ্চল।

তিনি বলেন, 'শাকিব খানের সঙ্গে আমার পরিচয় বেশ আগেই। পরিচয় থেকে ঘনিষ্ঠতা বেড়েছে। আমরা দুজনেই সিনেমার শিল্পী, সেই সুবাদেই ঘনিষ্ঠতা। এবারই প্রথম একসঙ্গে সিনেমা করছি দুজনে। রায়হান রাফী পরিচালিত "তুফান নিয়ে" অনেক আশাবাদী আমি।'

সর্বশেষ শাকিব খানের কোন সিনেমা দেখেছেন? এ প্রশ্নের জবাবে চঞ্চল বলেন, 'রাজকুমার। সাতজন মিলে দেখেছি। ভালো লেগেছে। তার আগে দেখেছি প্রিয়তমা।'

'রাজকুমার' নাকি 'প্রিয়তমা'—কোনটি বেশি ভালো লেগেছে? চঞ্চলের উত্তর, 'দুটোই ভালো লেগেছে। দুটি দুই রকম সিনেমা।'

এক প্রশ্নের জবাবে চঞ্চল বলেন, 'শাকিব খান আমাকে ব্রাদার বলে ডাকেন, আমিও ব্রাদার বলে ডাকি। কোথাও কোনো অনুষ্ঠানে দেখা হলেই শাকিব খান বলেন, "ব্রাদার কী খবর? কেমন আছেন?" আমিও তাই বলি। একটা সুন্দর সম্পর্ক রয়েছে আমাদের মধ্যে।'

দুজনের আড্ডায় কোন গল্প বেশি জায়গা পায়—এমন প্রশ্নের জবাবে চঞ্চল বলেন, 'সিনেমা। আমরা দুজনই তো সিনেমার মানুষ। কাজেই, শাকিব খান আর আমি আড্ডায় বসলে সিনেমা নিয়েই বেশি কথা বলি। সিনেমার প্রতি তার ভালোবাসা প্রবল। এটা আমাকে মুগ্ধ করে। তাছাড়া, আমি যেমন তার সিনেমা দেখি, তিনিও আমার সিনেমা দেখেন।'

'আমার অভিনীত "পদাতিক" ভারতে মুক্তি পেতে যাচ্ছে। শাকিব খান বলেছেন, সিনেমাটি দেখবেন,' যোগ করেন তিনি।

চঞ্চল বলেন, 'দেশের সিনেমা নিয়ে শাকিব খানের বিশাল স্বপ্ন। আন্তর্জাতিক  অঙ্গনে কীভাবে বাংলাদেশের সিনেমা আরও ভালো করতে পারে, তা নিয়ে অনেক ভাবেন শাকিব খান। তার ভাবনায় শুধুই সিনেমার উন্নতি। এটা ভালো লাগে।'

Comments

The Daily Star  | English

Students, teachers declare 'shutdown' at JnU

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

51m ago