শিল্পী সমিতির নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে নিপুণের রিট
ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নাসরিন আক্তার নিপুণ।
আজ বুধবার নিপুণ তার আইনজীবী পলাশ চন্দ্র রায়ের মাধ্যমে রিটে নতুন সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মানোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বে নির্বাচিত কমিটির কার্যক্রমে নিষেধাজ্ঞা জারির আবেদন করেছেন।
আইনজীবী পলাশ চন্দ্র রায় দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত এপ্রিলে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আচরণবিধি লঙ্ঘিত হয়েছে এবং আমার মক্কেল নিপুণের পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, যা তদন্ত হওয়া দরকার।'
আগামী রোববার হাইকোর্টে এই রিট আবেদনের শুনানি হতে পারে বলেও জানান তিনি।
গত ২০ এপ্রিল অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল নেতৃত্বাধীন প্যানেলকে জয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।
Comments