শুক্রবার মেট্রোরেল চালানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: এমএএন সিদ্দিক

মেট্রোরেল | স্টার ফাইল ফটো

শুক্রবার মেট্রোরেল চালানো হবে কিনা সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি কর্তৃপক্ষ।

মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক এমএন সিদ্দিক আজ ডেইলি স্টারকে বলেন, পিক আওয়ারে ট্রেনের সংখ্যা বাড়ানোর ব্যাপারে কাজ চলছে।

সম্প্রতি কিছু গণমাধ্যমের খবরে বলা হয়, মেট্রোরেল কর্তৃপক্ষ শুক্রবারও ট্রেন পরিচালনা করতে যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে এমএএন সিদ্দিক বলেন, 'আমরা এখনো এ ধরনের কোনো সিদ্ধান্ত নিইনি। আমাদের বর্তমান লক্ষ্য পিক আওয়ারে হেডওয়ে (একই গন্তব্যে দুই ট্রেনের মধ্যবর্তী সময়) সময় আট মিনিট থেকে কমিয়ে পাঁচ মিনিট করা।'

এ ব্যাপারে তাদের পরামর্শক ও কারিগরি দল কাজ করছে এবং আগামী ১৯ মে তারা প্রতিবেদন দেবেন।

প্রতিবেদন পাওয়ার পর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব, যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

At least 124 dead after South Korean airliner crashes, explodes in fireball

A bird strike and adverse weather conditions cited as likely causes

5h ago