‘আমি খুশি’ সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ের পর শীর্ষ সন্ত্রাসী ইমন

সোহেল চৌধুরী হত্যা মামলার রায় ঘোষণার দিন আসামি সানজিদুল ইসলাম ইমনকে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়। এই মামলায় খালাস পেয়েছেন ইমরান। ছবি: আমরান হোসেন/ স্টার

অভিনেতা সোহেল চৌধুরী হত্যা মামলায় আদালত থেকে ন্যায়বিচার পেয়েছেন বলে জানিয়েছেন মামলার খালাস পাওয়া আসামি সানজিদুল হাসান ইমন।

তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও অন্য মামলায় দণ্ডপ্রাপ্ত ইমনকে আজ কারাগার থেকে আদালতে আনা হয় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। এসময় বুলেট প্রুফ ভেস্ট ও ডান্ডাবেড়ি পরানো ছিলেন তিনি।

রায়ের পর ইমনকে হাসিখুশি দেখা যায়।

রায়ের বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আলহামদুলিল্লাহ। আমি ন্যায়বিচার পেয়েছি। আমি খুবই খুশি।'

সহকারী পাবলিক প্রসিকিউটর সাদিয়া আফরিন শিল্পী দ্য ডেইলি স্টারকে জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক অরুণাভ চক্রবর্তী তিন আসামি আজিজ, মোহাম্মদ ভাই, আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। খালাস দেওয়া হয় ছয় জনকে।

দীর্ঘ ২৫ বছর পর মামলার রায় হয় আজ। রায়ের আগে আদালতে কড়া নিরাপত্তা নেওয়া হয়।

 

Comments