অভিনেতা সোহেল চৌধুরী হত্যা মামলার বিচার ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশ
অভিনেতা সোহেল চৌধুরী হত্যা মামলার বিচার কার্যক্রম ৬ মাসের মধ্যে শেষ করতে নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সহকারী অ্যাটর্নি জেনারেল মজিবুর রহমান সম্রাট দ্য ডেইলি স্টারকে বলেন, মামলার আসামি আশীষ রায় চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে চেম্বার বিচারপতির আদেশের মেয়াদ ৬ মাসের জন্য বাড়িয়েছেন আপিল বিভাগ।
আজ মঙ্গলবার আশীষ রায় চৌধুরীর জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি ভিত্তিতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
আশীষের আইনজীবী শাহ মঞ্জুরুল হক ডেইলি স্টারকে বলেন, সোহেল চৌধুরী হত্যায় আশীষ রায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
সোহেল চৌধুরীকে ট্রাম্প ক্লাবে হত্যা করা হয়। আশীষ রায় চৌধুরী সেই ক্লাবের মালিক হওয়ায় এ মামলায় তাকে আসামি করা হয়েছে।
গত বছরের ৫ এপ্রিল গুলশানের বাসা থেকে আশীষকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সে সময় তার বাসা থেকে ১৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
এ ঘটনায় র্যাব-১০ এর উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর ঢাকার বনানীর আবেদিন টাওয়ারের ট্রাম্প ক্লাবে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সোহেল চৌধুরী।
Comments