সোহেল চৌধুরী হত্যা: আশীষ রায় চৌধুরীর বিরুদ্ধে আরেক মামলায় অভিযোগপত্র

সোহেল চৌধুরী হত্যা মামলা
আশিষ রায় চৌধুরী। ছবি: সংগৃহীত

অভিনেতা সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি আশীষ রায় চৌধুরীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা আরেকটি মামলায় অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

গুলশান থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শামীম হোসেন আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চার্জশিট দাখিল করেন।

সিএমএম কোর্টের জেনারেল রেকর্ডিং অফিসে কর্মরত কনস্টেবল এইচ এম সোহেল রানা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, চার্জশিটে ১২ জনকে প্রসিকিউশনের সাক্ষী করা হয়েছে।

চার্জশিটে তদন্ত কর্মকর্তা বলেছেন, আশীষ রায়ের বিরুদ্ধে তার বাসভবনে বিদেশি অ্যালকোহল রাখার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এবং এ ধরনের অপরাধের জন্য তাকে বিচারের আওতায় আনা উচিত।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গত ৫ এপ্রিল ঢাকার গুলশানের বাসা থেকে আশীষ রায়কে গ্রেপ্তার করে। তার বাসা থেকে ১৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

আটকের পর র‌্যাব-১০ এর উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর ঢাকার বনানী এলাকার আবেদিন টাওয়ারের ট্রাম্পস ক্লাবে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সোহেল চৌধুরী।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা করেন।

তদন্তের পর গোয়েন্দারা ১৯৯৯ সালের ৩০ জুলাই আশীষ রায় এবং আরও ৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনেন।

২০০১ সালের ৩০ অক্টোবর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

Comments

The Daily Star  | English

Grim discovery: Five bodies found on vessel in Meghna

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

1h ago