আশুলিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার
ঢাকার আশুলিয়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার নূরুল ইসলামের (৩৭) বাড়ি গাইবান্ধা জেলা সদরের হাটলক্ষীপুর এলাকায়। আশুলিয়ার কাঠগড়া এলাকায় ভুক্তভোগী শিশুটির পাশের বাড়িতে ভাড়া থাকেন তিনি।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) নির্মল কুমার দাস দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল বিকেলে প্রতিবেশী চার বছরের এক শিশুকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন নূরুল ইসলাম। গতকাল রাতেই তাকে আটক করা হয়। শিশুটির মা আজ থানায় মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নুরুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।
Comments