অ্যাস্ট্রাজেনেকা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া জানতে দেশে জরিপ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

ডা: সামন্ত লাল সেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশে যারা অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ করেছেন, তারা কোনো পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগছেন কী না তা জানতে এই টিকা গ্রহণকারীদের ওপর জরিপ চালানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

অ্যাস্ট্রাজেনেকা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'এটা আমরা (টিকা তুলে নেওয়ার বিষয়) আমরা শুনেছি। তবে, আমাদের দেশে এরকম কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার রিপোর্ট আমরা এখন পর্যন্ত পাইনি। আমি এটা জানার পরে ইতোমধ্যেই ডিজি হেলথকে নির্দেশনা দিয়েছি এবং তারা এটা নিয়ে জরিপ করছে। যাদের এই টিকা দেওয়া হয়েছে তাদের ওপর জরিপ করে আমাকে রিপোর্ট দেবে।'

ব্রিট্রিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানা যায়, গতকাল মঙ্গলবার টিকা প্রস্তুতকারী কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা বৈশ্বিকভাবে নিজেদের সব করোনা টিকা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে।

অ্যাস্ট্রাজেনেকার এই সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'যতক্ষণ পর্যন্ত আমি না জানব আমাদের দেশে কতটুকু পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এই ব্যাপারে কিছু বলতে পারব না। তবে আমরা এটি নিয়ে কনসার্ন। ওরা (আ্যাট্রাজেনেকা) বলছে টিকা তুলে নিতে। কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত প্রমাণ না পাবো ততক্ষণ পর্যন্ত কীভাবে বলব?'

আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, '২০০০ সালে ডেঙ্গুতে আমার মাকে হারিয়েছি। তখন আমি এটা জানতাম না। এটা নিয়ে আমার আবেগ আছে। আমি চাই না ডেঙ্গুর কারণে আর কারো মা হারাক। তবে ডেঙ্গু নিয়ে একটা কথা বলি,এটা এমন একটা রোগ। এটা নিয়ন্ত্রণে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় না দুইটা মন্ত্রণালয় এক সঙ্গে কাজ করতে হবে।'

ডেঙ্গুর উৎস বন্ধ করার ওপরে জোর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আমরা যদি ডেঙ্গুর উৎস বন্ধ না করতে পারি তাহলে যতই হাসপাতাল বানাই এটা কিন্তু বন্ধ হবে না। আমাদের হাসপাতালের যে সক্ষমতা রয়েছে... ডাক্তাররা ডেঙ্গু চিকিৎসায় অত্যন্ত দক্ষ। আমি একটা অনুরোধ করব, জ্বর হলে সবাই যেন সরকারি ডাক্তারদের পরামর্শ নেয়। কারণ, দেরি করলেই মৃত্যু ঝুঁকি বাড়ে।'

গেল বছর স্যালাইনের সংকট ছিল, এবারের প্রস্তুতি কেমন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'এবার স্যালাইনের সংকট হবে না। আমি ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে মিটিং করেছি তারা দামও বাড়াবে না।'

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

1h ago